Wellcome to National Portal
Main Comtent Skiped

Recent Activities

২২/০২/২০১৫ তারিখে সহকারি পরিচালক পদায়নের মাধ্যমে চাঁদপুর  জেলা কার্যালয় আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে। বর্তমান সময় পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ বাস্তবায়নে এই কার্যালয় কর্তৃক নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতোমধ্যে চাঁদপুর জেলা কার্যালয় কর্তৃক ১৬-১৭অর্থ বছরে ৩০ ‍জুন, ২০১৭ পর্যন্ত ১৩৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৭টি অভিযানের মাধ্যমে ৪,৬৮,০০০/- টাকা (চার লক্ষ আটষট্টি হাজার) টাকা ভোক্তা স্বার্থবিরোধী কার্যের অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। জনসচেতনতা সৃস্টির লক্ষ্যে শুরু হতে এ পর্যন্ত ৯ হাজার লিফলেট, ৯ হাজার প্যাম্ফলেট ও ২ হাজার পোস্টার বিভিন্ন সভা, সেমিনার, মতবিনিময় সভা, গণশুনানি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং জনাকীর্ণ স্থানে বিতরণ করা হয়েছে। নিয়মিত ভাবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ে সচেতনতা তৈরির জন্য চাঁদপুর জেলার সকল উপজেলা এবং কয়েকটি ইউনিয়ন পর্যায়ে সেমিনার আয়োজন করা হয়েছে। এছাড়াও ‘ভোক্তা অধিদপ্তর চাঁদপুর অফিস’ নামের একটি ফেউসবুক আইডি ও www.facebook.com/dncrpchandpur নামে একটি ফেইসবুক পেইজ খোলা হয়েছে। বর্তমানে এ আইডি ও পেইজের ফলোয়ারের সংখ্যা দুই সহস্রাধিক। এর ফলে সৃষ্ট জনসচেতনতা দৃশ্যমান।